মহারাষ্ট্রে দ্রুত ফ্লোর টেস্টের দাবি বিরোধীদের

রবিবার সুপ্রিম কোর্টে বিচারপতি এন ভি রামান্না, অশোক ভূষণ ও সঞ্জীব খান্নার বেঞ্চে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক কাজ করেছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। মোট কতজন বিধায়কের সমর্থনের ভিত্তিতে রাজ্যপাল বিজেপিকে সরকার গড়ার জন্য শপথবাক্য পাঠ করালেন তা স্পষ্ট নয়। শিবসেনা, এনসিপি, কংগ্রেসের জোটের পক্ষেই সংখ্যাগরিষ্ঠ বিধায়ক। তাহলে রাজ্যপাল কোন তথ্যের ভিত্তিতে বিজেপিকে ডাকলেন তা সবার জানা দরকার। গোটা প্রক্রিয়াটিতে অস্বচ্ছতা রয়েছে। শপথ হয়ে গেলেও রাজ্যপাল জানাননি কবে বিজেপি সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। ফলে দ্রুত হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট। এনসিপি ও কংগ্রেসের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি এবং শিবসেনার পক্ষে আইনজীবী কপিল সিব্বল দাবি জানান, ২৪ ঘন্টার মধ্যে ফ্লোর টেস্টের নির্দেশ দিয়ে সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলুক সুপ্রিম কোর্ট। এই বিষয়ে আইনজীবীরা ১৯৯৮ সালে উত্তরপ্রদেশ ও ২০১৮ সালে কর্নাটকের উদাহরণ দেন। সব শুনে বিচারপতিরা এদিন কোনও নির্দেশ না দিলেও প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে সলিসিটার জেনারেল তুষার মেহতাকে বিচারপতিরা বলেছেন সোমবার সকাল সাড়ে দশটার মধ্যে দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারের চিঠি কোর্টে পেশ করতে হবে। পরবর্তী শুনানি আবার কাল।

আরও পড়ুন-মহারাষ্ট্রের মহারণ সুপ্রিম কোর্টে ফের কাল, স্নায়ুযুদ্ধ চরমে

 

Previous article৪৫ মিনিটেই শেষ ‘অর্ডিনারি’ বাংলাদেশ
Next articleমহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টে অস্বস্তিতে বিজেপি, আজ কী হল জেনে নিন