তিন আসনেই জিতব, ভোটের পর দাবি বিজেপির

তৃণমূল যতই সন্ত্রাস করুক, তিনটি আসনেই আমরা জিতব। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে এই দাবি করে মুকুল রায় বলেন,” আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি, বিজেপি তিনটিতেই জিতবে।” যদিও তৃণমূল এসব উড়িয়ে দিয়ে বলেছে তিনটিই তারা জিতবে। কংগ্রেস আর বামেরা আশাবাদী, ভোট একটু বাড়িয়ে তারা প্রাসঙ্গিক থাকবে।