ইভিএমের পাশে দাঁড়িয়ে স্ত্রীকে নির্দেশ কালিয়াগঞ্জ-এর বিজেপি প্রার্থীর! কমিশনে নালিশ তৃণমূলের

এবার কালিয়াগঞ্জ এর বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকারের বিরুদ্ধে সরাসরি নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল। কালিয়াগঞ্জের একটি বুথে যখন তাঁর স্ত্রী ভোট দিচ্ছিলেন, তখন পাশে দাঁড়ানোর অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে। তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। এই ঘটনার জেরে ইতিমধ্যেই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে কমিশনের পক্ষে।

বিভিন্ন সংবাদমাধ্যমের ছবিতে দেখা গিয়েছে, ইভিএমের সামনে গিয়ে স্ত্রীকে ভোট দিতে সাহায্য করছেন বিজেপি প্রার্থী কমল সরকার। শুধু তাই নয়, কমিশনের মিডিয়া মনিটরিং সেলেরও নজরে এসেছে বিষয়টি। জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-জয়প্রকাশকে কিল-চড়-লাথি, রিপোর্ট তলব কমিশনের

 

Previous articleজগদ্দলে “দিদিকে বলো”-তে বোমা, জখম যুবনেতা
Next articleপেঁয়াজ কিনতেই আমজনতার ‘চোখে জল’