জয়প্রকাশকে কিল-চড়-লাথি, রিপোর্ট তলব কমিশনের

নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের হেনস্থার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। সোমবার, সকাল থেকে দফায় দফায় জয়প্রকাশকে ঘিরে অশান্তি দেখা দেয়। প্রথমে সাহেবগঞ্জে তাঁকে কালোপতাকা দেখানো ও গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। সাড়ে এগারোটা নাগাদ পিপুলপাড়ায় বুথের সামনে আক্রান্ত হন বিজেপি প্রার্থী। দুষ্কৃতীরা তাঁকে রাস্তায় ফেলে কিল-চড়-ঘুষি মারতে থাকে। এমনকী, তাঁকে ধাক্কা দিয়ে ঝোপের ধরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয় ঝোপের মধ্যে। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই ঘটনা। এর পরেই এই বিষয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন-সিপিএম-কে লোক ভাড়া দেবে তৃণমূল: অনুব্রত

 

Previous articleএবার রাজ্যপালের কাছে গিয়ে চিঠি দিয়ে সরকার গড়ার দাবি তিন দলের
Next articleজনসংযোগ বাড়াতে মাঠে নেমে ধানও কাটলেন তৃণমূল বিধায়ক