এবার রাজ্যপালের কাছে গিয়ে চিঠি দিয়ে সরকার গড়ার দাবি তিন দলের

সোমবার সকালে সুপ্রিম কোর্টে যখন মহারাষ্ট্র নিয়ে আইনি লড়াই চলছে তখন রাজভবনে দৌড়লেন তিন দলের বিধায়করা। শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির হাতে একটি চিঠি তুলে দেওয়া হয়। বলা হয়, আমাদের দিকে ১৬৪ বিধায়কের সমর্থন আছে। অতএব আমরাই সংখ্যাগরিষ্ঠ। আমাদের সরকার গঠনের সুযোগ দিতে হবে। তিন দলের দাবি, এক্ষুনি ফড়নবিশ সরকার ভেঙে দিয়ে রাজ্যে পুনরায় রাষ্ট্রপতি শাসন জারি করে তারপর তাদের সরকার গড়ার সুযোগ দেওয়া হোক।

আরও পড়ুন-আমি এনসিপিতেই, কোর্টে জানালেন অজিত

 

Previous articleসিপিএম-কে লোক ভাড়া দেবে তৃণমূল: অনুব্রত
Next articleজয়প্রকাশকে কিল-চড়-লাথি, রিপোর্ট তলব কমিশনের