Wednesday, November 19, 2025

সবে মাত্র একমাস হয়েছে বিসিসিআই সভাপতির আসনে বসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাতে তাঁর প্রাক্তন সতীর্থরাপ খুশি। প্রেসিডেন্ট হয়ে নিজের বহুদিনের স্বপ্ন পিঙ্ক টেস্ট খেলবে ভারত, তা পূরণও করেছেন মহারাজ। আর এবার তাঁকে জাতীয় নির্বাচক কমিটিতে পরিবর্তন করার আর্জি জানিয়েছেন হরভজন সিং।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ও একদিনের দলে জায়গা পাননি সঞ্জু স্যামসন। আর তাতে ট্যুইটে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর ট্যুইটের জবাব দিতে গিয়েই জাতীয় নির্বাচক কমিটিতে বদলের আর্জি জানিয়েছেন ভাজ্জি।

শশী থারুর ট্যুইট করে লেখেন, ‘সঞ্জু স্যামসনের দলে জায়গা না পাওয়া নিয়ে আমি হতাশ হয়েছি। ও তিনটি টি-২০ ম্যাচে জল বয়ে আনার কাজ করেও বাদ পড়ল। নির্বাচকরা আসলে তাঁর ব্যাটিংয়ের নয়, হৃদযন্ত্রের পরীক্ষা করছেন।’

আর শশীর এই ট্যুইটের জবাবেই হরভজন বলেন, ‘আমার মনে হয়, সঞ্জুর হৃদযন্ত্রের পরীক্ষা নেওয়াই হছে। নির্বাচন কমিটিতে বদল দরকার। ওখানে কড়া মানসিকতার লোক দরকার। আর আমার আশা, ‘দাদা’ এই বিষয় নিয়ে যথাযোগ্য ব্যবস্থা নেবেব।’ এভাবেই মহারাজের কাছে আর্জি জানান হরভজন।

Related articles

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...
Exit mobile version