হঠাৎই অসুস্থ হয়ে ১১ নভেম্বর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। রাখা হয় আইসিইউতে। এমনকী, ভেন্টিলেশনে রয়েছেন বলেও খবর রটে। কিন্তু কেমন আছেন তিনি? অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে লতার শারীরিক পরিস্থিতি নিয়ে। তবে, পরিবারসূত্রে খবর, ভালো আছেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত কষ্টের জন্যই হাসপাতালে ভর্তি করা হয় ভারতের সুরসম্রাজ্ঞীকে। তবে, লতা মঙ্গেশকর আদৌ হাসপাতালে আছেন কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গেশকর পরিবারের তরফে অবশ্য জানানো হয়, এখনও ব্রিচ ক্যান্ডিতেই রয়েছেন লতা। হাসপাতালে থাকলেও, এখন বেশ ভালোই আছেন তিনি। কিন্তু কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন লতা মঙ্গেশকর? সে বিষয়ে অবশ্য পরিবারের তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন-প্রবল রাজনীতির দাপটে হারিয়ে যাচ্ছেন সুনীতিকুমার
