Saturday, November 15, 2025

কালই আস্থা ভোট, সংখ্যা জোগাড়ে চাপ বাড়ল ফড়নবিশ, অজিতের

Date:

১৭০ জনের সমর্থন দেখিয়ে শনিবার সকালে নজিরবিহীনভাবে রাজভবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। বিজেপি সরকারকে সমর্থনের কথা জানিয়ে ৫৪ জন এনসিপি বিধায়কের স্বাক্ষর করা চিঠি দেখান অজিত পাওয়ার। নিজেও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন। তারপর দুদিনে বহু তোলপাড় হয়েছে। বিজেপিকে সমর্থনের কথা অস্বীকার করেছেন দলের সুপ্রিমো শারদ পাওয়ার। উল্টে ঘোষণা করেছেন অজিত ছাড়া এনসিপির বাকি সব বিধায়কই বিজেপির বিরুদ্ধে ও তিন দলের জোটের পক্ষে ভোট দেবেন। ফলে লড়াই টানটান। প্রবল চাপ বেড়েছে অজিত পাওয়ারের উপর। স্বস্তিতে নেই দেবেন্দ্র ফড়নবিশও। বিজেপির ১০৫ জন বিধায়কের সঙ্গে শুধু নির্দল বিধায়কদের যোগ করলে তা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অনেক কম। এনসিপি ও অন্য দলের বিধায়কদের ভোট না পেলে এযাত্রা তাঁর অবস্থা কর্নাটকের ইয়েদুরাপ্পার প্রথমবারের অবস্থার মত হতে পারে।

এদিকে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের ১৬২ জন বিধায়ক সোমবারই গ্র্যান্ড হায়াত হোটেলে মহা-প্যারেড করে ক্যামেরার সামনে প্রকাশ্যে জোটবদ্ধ শপথ নিয়েছেন, বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন ও ক্রশ ভোটিং করবেন না। এই পরিস্থিতিতে সরকার টিঁকিয়ে রাখতে ১৪৫ জনের সমর্থন জোগাড়ই এই মুহূর্তে মহা-চ্যালেঞ্জ দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারের সামনে।

 

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...
Exit mobile version