নামতা বলতে না পারায় এ কী শাস্তি দিলেন শিক্ষক!

নামতা বলতে পারেনি ক্ষুদে পড়ুয়ারা। তার জন্য মধ্যযুগীয় শাস্তির বিধান দিলেন শিক্ষক। প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর 3 ছাত্রছাত্রীকে নামতা মুখস্থ করে না যাওয়ায়, স্কুলের মেঝে জিভ দিয়ে চাটালেন শিক্ষক। বসিরহাটের বিশপুর পূর্বপল্লি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।

ঘটনার জেরে অসুস্থ হয় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রছাত্রীরা। এই শাস্তির প্রতিবাদে প্রবল বিক্ষোভ ছড়ায় স্কুলে।
মেঝে জিভ দিয়ে চাটানোর পাশাপাশি সৌমিত্র রায় নামে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরেই পড়ুয়াদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছেন তিনি। এর প্রতিবাদে সোমবার, অভিভাবকরা সৌমিত্র রায়ের বরখাস্তের দাবিতে বিক্ষোভ দেখান। ঘটনায় প্রধানশিক্ষক শুভঙ্কর ঘোষ ক্ষমা চান এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Previous articleজয়প্রকাশ মজুমদারকে কে লাথি মেরেছিল? খোঁজ দিলেন বাবুল
Next article26/11-র মূল চক্রীরা পাকভূমে বহাল তবিয়তে