ফেসবুকে প্রেমের অছিলায় প্রতারণা, ধৃত প্রেমিক

ফের ফেসবুকে প্রতারণা। ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে প্রথমে প্রেম। তারপর প্রেমের অছিলায় বিবাহিতা মহিলার গয়না হাতানোর অভিযোগ। মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল সৌমিত্র মণ্ডল ওরফে রূপম মণ্ডল নামের সেই প্রতারক প্রেমককে। তাকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাতিয়ে নেওয়া গয়ন-সহ সৌমিত্র-এরএক শাগরদেকেও গ্রেফতার করা হয়েছে।

লেক টাউনের বাসিন্দা রুমা দাসের অভিযোগ, ফেসবুকে রূপম মণ্ডল নামে ওই যুবকের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। মোবাইল নম্বর আদান-প্রদানের পর সম্পর্ক প্রেমের রূপ নেয়। ওই যুবকের কথাতে সোনার গয়না-সহ স্বামীর ঘর ছাড়েন তিনি। শ্রীভূমির সামনে থেকে বাইকে করে ওই যুবক তাঁকে নিয়ে যায়। এরপর রাতে আনন্দপুরে মহিলাকে অপেক্ষা করতে বলে চম্পট দেয় সে। পূর্ব যাদবপুর থানার পুলিশের সহযোগিতায় বাড়ি ফেরেন তিনি। পরে লেক টাউন থানায় অভিযোগও দায়ের করেন।

Previous articleএনআরসি ইস্যুতে শিবসেনা এখন কী করবে?
Next articleই-গভর্নেন্স চালুর লক্ষ্যে আরও এক পদক্ষেপ রাজ্যের