এনআরসি ইস্যুতে শিবসেনা এখন কী করবে?

মহারাষ্ট্র তথা দেশের অন্যান্য জায়গা থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিতারণের দাবিতে বহুদিন ধরেই সোচ্চার শিবসেনা। এদেশে সুসংহত নাগরিকত্ব আইন কার্যকর করার দাবিতে এতদিন বিজেপির সঙ্গে তাদের সুর মিলে যেত। কিন্তু মহারাষ্ট্রে বিজেপিকে হঠিয়ে তথাকথিত রাজনৈতিক শত্রু কংগ্রেস-এনসিপির সঙ্গে মিলে সরকার গঠনের পর এবার কি তাহলে এনআরসি ইস্যুতেও ভোল বদল করবে শিবসেনা? মহারাষ্ট্র থেকে বাংলাদেশি খেদাও-এর দাবিতে একদা মারমুখী আন্দোলনে নামা শিবসেনা অনুপ্রবেশের সমস্যা ও জাতীয় নাগরিকত্ব ইস্যুতে তাহলে এখন কী বলবে? তিন দলের জোটের মধ্যে কংগ্রেস ও এনসিপি ঘোষিতভাবেই সংসদে এনআরসি সংশোধনী বিলের বিরোধী। কিন্তু সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে শিবসেনার অবস্থান কী হবে? তারা কি এবার বিজেপির বিরোধিতা করতে গিয়ে নিজেদের চিরাচরিত রাজনৈতিক অবস্থান বদলে কংগ্রেসের পদাঙ্ক অনুসরণ করবে? এনআরসি অ্যামেন্ডমেন্ট বিলকে শিবসেনা সমর্থন করবে না কি বিরোধিতা, তা নিয়ে কৌতূহল সর্বস্তরেই।

Previous articleমান ডোবালেন নুসরত, সম্মান বাঁচালেন খগেন!
Next articleফেসবুকে প্রেমের অছিলায় প্রতারণা, ধৃত প্রেমিক