ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল খড়্গপুর কলেজ

ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল খড়্গপুর কলেজ। ৩ঘণ্টা ধরে কলেজের গেট আটকে রাখে চলল বিক্ষোভ। অধ্যক্ষ থেকে অশিক্ষক কর্মী- কেউই ঢুকতে পারলেন না কলেজে।

বেশ কয়েকদিন ধরে প্রতি সেমিস্টারের ফি বৃদ্ধির প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছিলেন খড়গপুর কলেজের পড়ুয়ারা। বুধবার দুপুরে, বিক্ষোভ চরমে ওঠে। পড়ুয়াদের অভিযোগ, অন্যান্য সব কলেজের থেকে তাঁদের কলেজে পড়ার খরচ অনেক বেশি। অবিলম্বে ব্যবস্থায় নেওয়ার দাবিতে কলেজের গেট আটকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। আটকে পড়েন অধ্যক্ষ, অধ্যাপক সহ কর্মীরা। ঘটনায় উত্তেজনা ছড়ায় খড়্গপুর কলেজ সংলগ্ন এলাকায়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় খড়্গপুর টাউন থানার পুলিশ। কলেজ কর্তৃপক্ষের আশ্বাস না পেলে বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন-কুহেলি কাণ্ডে নয়া মোড়, অভিযুক্ত চিকিৎসককেই ক্ষতিপূরণের নির্দেশ

 

Previous articleকুহেলি কাণ্ডে নয়া মোড়, অভিযুক্ত চিকিৎসককেই ক্ষতিপূরণের নির্দেশ
Next articleEXCLUSIVE: ছেলেবেলার কোচের মুখ থেকে শুনুন মাহির “ক্যাপ্টেন কুল” হয়ে ওঠার গল্প