Monday, December 8, 2025

উপ নির্বাচনে ভরাডুবি, শুনশান চেহারা নিয়েছে বিজেপি সদর দফতর

Date:

Share post:

মাত্র ৬ মাসেই বদলে গেল ছবিটা। চলতি বছরের মে মাসে দেশজুড়ে লোকসভা নির্বাচনের ফলাফলের দিন, বিজেপির অন্যান্য পার্টি অফিসগুলোর মতোই গমগম করছিল সেন্ট্রাল এভিনিউ-এ বঙ্গ বিজেপির সদর দফতর ৬, মুরলিধর সেন লেন। লোকসভায় রাজ্যের দুই থেকে আসন বাড়িয়ে ১৮-তে পৌঁছেছিল বিজেপি। অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের আসন কমে দাঁড়িয়েছিল ৩৪ থেকে ২২-এ। সেই সময় কার্যত গেরুয়া রঙের রঙিন হয় উৎসবে মেতে উঠেছিল রাজ্য বিজেপি সদর দফতর। সকাল থেকে রাত পর্যন্ত, ছোট-বড়-মেজো সব নেতারই ছিল অবাধ আনাগোনা। পাশাপাশি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

শুধু ভোট বা ভোটের ফল নয়, ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসা এবং দিলীপ ঘোষ রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে রাজ্য বিজেপির সদর দফতর সবসময় থাকে জমজমাট। কিন্তু বৃহস্পতিবার রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচনে ভরাডুবির পর কার্যত শুনশানের চেহারা নিয়েছে ৬, মুরলিধর সেন লেনের গেরুয়া-সবুজ বাড়িটি।

এ দিন গণনা শুরুর পর সকালের দিকে কালিয়াগঞ্জ এবং বেশ কিছুক্ষণের জন্য খড়গপুর সদর কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে থাকার খবরে বেশ উৎসাহের সঙ্গে রাজ্য দফতরে আসা শুরু করেছিলেন কর্মীসমর্থকরা। কিন্তু বেলা যত গড়িয়েছে, ততই ফলাফল বিপক্ষে গিয়েছে বিজেপির। উপনির্বাচনে তিনটি আসনই জিতে নিয়েছে শাসক দল তৃণমূল। যার মধ্যে খড়গপুর সদর কেন্দ্রটি আবার বিজেপির দখলে ছিল। ২০১৬ সালে সেখান থেকে জিতেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু নিজের গড়ই রক্ষা করতে পারলেন না রাজ্য সভাপতি। কিন্তু মাসকয়েক আগেই লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্র থেকেই ৪৫ হাজার ভোটে লিড ছিল বিজেপির।

অন্যদিকে, লোকসভায় কালিয়াগঞ্জ-এ বিজেপির ৫৫ হাজারের বেশি লিড থাকা সত্ত্বেও আসনটি দখলে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং করিমপুরে কার্যত মুখ থুবড়ে পড়েছে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের।

অথচ, দিলীপ ঘোষ থেকে শুরু করে মুকুল রায় কিংবা রাহুল সিনহারা আজ সকাল পর্যন্ত দাবি করে গিয়েছেন উপনির্বাচনে তিনটি আসনেই তাঁদের জয় নিশ্চিত। কিন্তু ফলাফল হল ঠিক উল্টোটা।

আরও পড়ুন-প্রেস্টিজ-ফাইটে দশ গোল খেলেন বঙ্গ-বিজেপির সভাপতি

 

spot_img

Related articles

মন্দিরেই সফরের সূচনা, মদনমোহন দর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহারে দু’দিনের সফরে এসে প্রথম দিনেই মদনমোহন ঠাকুরের দর্শনে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে এই মন্দিরের...

সিটংয়ে গভীর রাতে গাড়ি দুর্ঘটনা! প্রাণ হারালেন পঞ্চায়েত সদস্যসহ তিন

দার্জিলিংয়ের সিটংয়ে ভয়াবহ যানবাহন দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। তাঁদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্যও রয়েছেন। খবর মিলেছে, ঘটনাটি ঘটেছে...

বিতর্ক ভুলে বাইশ গজে সাধনায় মগ্ন স্মৃতি, সতীর্থের জন্য জেমাইমার বার্তা

বিতর্ককে পিছনে ফেলে অবশেষে ক্রিকেট মাঠে ফিরলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। সোমবার থেকে ফের অনুশীলন শুরু করলেন ভারতীয় দলের...

নকল নাম চিহ্নিতকরণে নয়া ব্যবস্থা! SIR নজরদারিতে আরও পাঁচ স্পেশাল রোল অবজারভার নিয়োগ কমিশনের

ভোটার তালিকায় নকল বা ডুপ্লিকেট নাম চিহ্নিত করতে আরও এক ধাপ এগোল নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা...