নিশ্চিন্ত নিরুপদ্রবে ঘুমোতে হবে। এটাই হলো চাকরি। প্রতিদিন অন্তত ৯ ঘন্টা, সপ্তাহে ১০০ঘন্টা। তাহলেই মিলবে এক লাখ বেতন! ভাবছেন রসিকতা? এমন চাকরি আবার হয় নাকি? কিন্তু এটাই বাস্তব।
পদটির নাম স্লিপ ইন্টার্নশিপ। সংস্থা স্টার্ট আপ কোম্পানি। বিজ্ঞাপন দেওয়া হয়েছে কোম্পানির ওয়েবসাইটে। এখনই গিয়ে আবেদন করতে পারবেন যাঁরা নিখাদ ঘুম কাতুরে। যাদের কাছে স্বপ্নের চাকরি। ঘুমের চাকরি প্রথম শর্ত হলো ঘুমোতে হবে মনের আনন্দে। দ্বিতীয় শর্ত হলো ঘুমোতে হবে পাজামা অর্থাৎ পাতলুম পড়ে। তৃতীয় শর্ত সপ্তাহে অন্তত ১০০ঘণ্টা ঘুমোতে হবে। চতুর্থ শর্ত ছোট জায়গায় বা আরামদায়ক পরিবেশ ছাড়াই ঘুমোতে পারবেন যাঁরা তারাই বেশি যোগ্য প্রমাণিত হবেন।
wakefit.co, নামে সংস্থার কর্তা চৈতন্য রামলিঙ্গেগৌড়া জানাচ্ছেন, দেশের সেরা ঘুমকাতুরেদের আমরা চাকরি দিতে চাই। মূল উদ্দেশ্য মানুষকে বোঝানো জীবনে ঘুমের কত প্রয়োজন। জীবনে যারা ঘুমোতে ভালোবাসেন তাদের মাধ্যমেই বার্তা দিতে চান। বলতে চান, ঘুমের বিকল্প যেমন নেই তেমনি মানসিক চাপ কাটাতে এবং শারীরিক বিকাশের জন্য ঘুম হচ্ছে সেরা বিষয়। ভিডিও করা হবে ঘুমের দৃশ্য। যে বিছানায় শোবেন তা পরীক্ষা করা হবে। তারপর কোম্পানির কর্মীরা রিপোর্ট দেবেন।
