Thursday, August 28, 2025

ফের আদালতেই যাচ্ছে অযোধ্যার রাম মন্দির- বাবরি মসজিদ ইস্যু।

অযোধ্যা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করছে AIMPLB বা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহেই অযোধ্যা রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে৷
AIMPLB-র আহ্বায়ক জাফরিয়াব জিলানি বলেছেন, ‘‘সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে বলা হয়েছে, মসজিদটি পরিত্যক্ত ছিল না। 1857 সাল থেকে 1949 সাল পর্যন্ত সেখানে নমাজ পড়া হয়েছে। সুপ্রিম কোর্ট এটাও মেনেছে, মূর্তিটি জোর করে এবং বেআইনি ভাবে বসানো হয়েছিল।’’

জিলানির প্রশ্ন, মূর্তি বসানোই যেখানে ‘বেআইনিভাবে’, তাহলে সেই মূর্তি কি দেবতার মর্যাদা পেতে পারে ? আদালত মেনে নিয়েছে,
জোর করে রামের মূর্তি বসানো হয়েছিল বাবরি মসজিদের অভ্যন্তরে। সেক্ষেত্রে সেই ‘বেআইনি’ মূর্তি কী ভাবে দেবতা হতে পারেন? কোন যুক্তিতেই বা সেই ‘বেআইনি’ মূর্তি জমির অধিকার দাবি করতে পারে? এই জাফরিয়াব জিলানি শুধু AIMPLB-র আহ্বায়ক-ই নন, বাবরি মসজিদ অ্যাকশন কমিটিরও আহ্বায়ক তিনি। জিলানি মূল মামলায় সুপ্রিম কোর্টে মুসলিম পার্সোনাল ল’বোর্ডের হয়ে সওয়াল করেছিলেন। জিলানি বলেছেন, কোনও দেবতাই অন্যের জমি জবরদখল করতে পারেন না। কেউ কারও জমি দখল করলে, তিনি জমির মালিকানাও দাবি করতে পারেন না।’’

অযোধ্যা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলায় এই ভাবেই যুক্তি সাজাচ্ছেন৷
গত 9 নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায়ে বলেছিল, অযোধ্যার মূল বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরিতে কোনও বাধা নেই। মসজিদ তৈরির জন্য অযোধ্যাতেই 5 একর জমি দেওয়ার নির্দেশও দিয়েছিল আদালত। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চের এই রায় সুন্নি ওয়াকফ বোর্ড বা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি মেনে নিলেও AIMPLB ওই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেই ফের মামলা দায়ের করতে চলেছে৷

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version