বঙ্গ-বিজেপি থেকে সরছেন সাংসদ দিলীপ ঘোষ ? জল্পনা তুঙ্গে

বঙ্গ-বিজেপির সভাপতির পদ থেকে সম্ভবত সরছেন সাংসদ দিলীপ ঘোষ। দলের অভ্যন্তরে জল্পনা তুঙ্গে, দিল্লি আরও বড় দায়িত্ব দিতে চলেছে দিলীপবাবুকে। রাজ্য-বিজেপির একাংশের দাবি, দিলীপবাবুকে সরতেই হতো সাংগঠনিক বিধি অনুসারেই। তার মাঝে তিন উপনির্বাচনের ফলাফল, প্রক্রিয়াটি একটু ত্বরান্বিত করছে।এই অংশের দাবি, দিলীপ ঘোষের স্থলাভিষিক্ত হতে পারেন সঙ্ঘ-প্রধান মোহন ভাগবতের ঘনিষ্ঠ ড: আশিস সরকার। তবে বিজেপির অন্য অংশের বক্তব্য, মাঝে মধ্যেই এই নামটি ভাসিয়ে দেওয়া হয় দলের একটি মহল থেকে। আগেও এমন হয়েছিলো। তারপরেও যথারীতি দিলীপ ঘোষই সভাপতির পদেই আছেন।

Previous article‘কেন নিরাপদ নই’, সংসদের সামনে ধর্নায় বসা ছাত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ
Next articleচোখ থেকে বেরোল পেরেক কিন্তু দৃষ্টি ফিরল কি?