ঝাড়খণ্ডে আজ প্রথম দফার 13 আসনের ভোট চলছে কড়া নিরাপত্তায়

আজ শনিবার ঝাড়খণ্ডে শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন। 81 বিধানসভা আসনবিশিষ্ট এই রাজ্যে 13টি কেন্দ্রে ভোট চলছে।

মহারাষ্ট্রে শিবসেনার কাছে ধাক্কা খাওয়ার পর ঝাড়খণ্ডের নির্বাচন বিজেপির কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজ ছাতরা, গুমলা, বিষ্ণুপুর, লোহারডাঙা, মানিকা, লাতেহার, পানকি, ডালটনগঞ্জ, বিষরামপুর, ছত্তরপুর, হুসেনাবাদ, গাড়োয়াল ও ভগবন্তপুরে কড়া নিরাপত্তায় চলছে ভোট। গত বিধানসভা নির্বাচনে বিজেপি 35টি আসন পেয়েছিলো। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের 5 বিধায়ককে সঙ্গে নিয়ে সরকার গঠন করে গেরুয়া শিবির। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 17টি ও কংগ্রেস 6টি আসন পায়। গত 2019-এর লোকসভা ভোটে এই রাজ্যের 14 টি আসনের মধ্যে NDA একাই 12 টি আসন দখল করেছিলো৷

Previous articleআজ শক্তি-পরীক্ষা উদ্ধব ঠাকরের
Next articleআবার লন্ডনে জঙ্গিহানা, এলোপাথাড়ি ছুরিতে নিহত ৩