গোটা দেশ যেভাবে প্রতিবাদে গর্জে উঠেছে, সেভাবে এবার হায়দরাবাদ ধর্ষণ-খুন কাণ্ডে গর্জে উঠেছে বারাকপুর। হায়দরাবাদ ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে বারাকপুরে এক মোমবাতি মিছিল হয়। তৃণমূল যুবনেতা সম্রাট তপাদারের নেতৃত্বে এই মিছিল হয়। বারাকপুর স্টেশন থেকে বারাকপুরে গান্ধী মূর্তির পাদদেশে এই প্রতিবাদ মিছিল হয়।

মোমবাতি মিছিলে দোষীদের ফাঁসির দাবি করা হয়। এদিনের এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই মিছিলে উপস্থিত ছিলেন তীর্থ ভৌমিক, সূর্য নায়েক, কাজল দে, শম্পা নন্দী, বিজয় হালদার, সুদীপ রায় সহ আরও অন্যানরা।
