দ্বিতীয় সপ্তাহেই শুরু হচ্ছে টালা ব্রিজ ভাঙার কাজ, খরচ ৫০ কোটি

দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টালা ব্রিজ ভাঙার কাজ। এবার দিন ঠিক করে দিল পূর্ত দফতর। তবে ব্রিজ ভাঙার দায়িত্ব কোন কোম্পানিকে দেওয়া হবে তা ঠিক হবে আগামী সপ্তাহেই। ব্রিজ ভাঙার অভিজ্ঞতা রয়েছে এমন কেম্পানিকেই ওই দায়িত্ব দেওয়া হবে। নতুবা নয়।

পূর্ত দফতরের তরফ থেকে জানা গিয়েছে, ব্রিজ ভাঙার জন্য খরচ করা হবে ৫০ কোটি টাকা। পুরো টাকাই দেবে রাজ্য সরকার। রেলের কাছ থেকে কোনও টাকা পাওয়া যাবে না। ইতিমধ্যেই ব্রিজ তৈরির জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleহায়দরাবাদ ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে মন্দাক্রান্তার বিশেষ কবিতা