শিক্ষিকাই পারলেন না এক লাইনও ইংরাজি পড়তে, বরখাস্ত করলেন জেলাশাসক

উত্তরপ্রদেশের উন্নাও জেলার. ঘটনা৷ উন্নাও জেলার সিকন্দরপুরের সরকারি স্কুলে ক্লাস V থেকে VIII- এর ইংরাজি ক্লাস নেন এক শিক্ষিকা৷ কিন্তু এক লাইনও ইংরাজি রিডিং পড়ার ক্ষমতা নেই তাঁর ৷ পড়তে গিয়ে তোতলাতে শুরু করলেন ৷ বেশ কয়েকবার হোঁচট খেলেন বানান করে পড়তে গিয়েও৷ ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন খোদ জেলাশাসক দেবেন্দ্র কুমার পান্ডে। ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা করতে গিয়ে তিনি দেখেন তাদের অবস্থা খুব শোচনীয় ৷ তখনই ডাক পড়ে ওই শিক্ষিকার ৷ জেলাশাসক ওই শিক্ষিকাকেই এক লাইন ইংরাজি পাঠ করতে বলেন৷ কিন্তু সরকারি সেকেন্ডরি স্কুলের শিক্ষিকার শিক্ষার হাল দেখে তাঁর আছাড় খাওয়ার অবস্থা ৷ সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন ওই শিক্ষিকাকে বরখাস্ত করার ৷

সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে উত্তর প্রদেশ স্কুল শিক্ষা দফতর। দেখুন সেই ভিডিও-

 

Previous articleদুরন্ত বাচ্চাকে সামলাতে শিক্ষিকা নাজেহাল, দেখুন ভিডিও
Next articleমহারাষ্ট্রের বিরোধী দলনেতা হলেন ফড়নবিশ, বললেন অপেক্ষা করুন ফিরবই