Thursday, August 28, 2025

হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসকের গণধর্ষণ-খুনের ঘটনায় সামনে এল আরও এক নির্মম সত্য। খুনের পরেও তাঁর উপর ধর্ষণ চালিয়ে গিয়েছিল অভিযুক্তরা। পুলিশি জেরায় কবুল করেছে 4 দুষ্কৃতী। গ্রেফতারের পর থেকে দফায় দফায় চারজনকে জেরা করা হচ্ছে। সেখানে তারা কবুল করে তরুণীর আর্তনাদ বন্ধ করতে তাঁর মুখে মদ ঢেলে দেওয়া হয়। তারপরে মুখ চেপে ধরা হয়। দীর্ঘক্ষণ শ্বাস নিতে না পারাতেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। কিন্তু তাতেও থামেনি অত্যাচার। মৃতদেহকেও ধর্ষণ করে অভিযুক্তরা।

তারপরে ট্রাকে চাপিয়ে দেহ নিয়ে যাওয়া হয়। রাস্তায় কেনা হয় পেট্রোল। হায়দরাবাদের শামসাবাদ চাতানপল্লির কাছে কালভার্টের নিচে পশু চিকিৎসকের দেহ পুড়িয়ে দেয় জুল্লু নবীন, ট্রাক চালক মহম্মদ আরিফ, জুল্লু শিবা ও চিন্তাকুনটা চেন্নাকেশাভুলু।

এদিকে যে শাদনগর থানায় অভিযুক্তদের রাখা হয়েছিল, তার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। থানা লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। এই ঘটনার পরে অভিযুক্তদের থানা থেকে সরিয়ে হায়দরাবাদ জেলে নিয়ে যাওয়া হয়েছে।

 

ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। যদিও এই ঘটনার চারদিন পরে তিনি মুখ খোলায় সমালোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার ঘটনা সামনে আসে। রবিবার, এ বিষয়ে মন্তব্য করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগে শনিবার সন্ধেয় তিনি তাঁর মন্ত্রিসভার এক সদস্যের মেয়ের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে যান। সেখানে হাসিমুখে নব দম্পতির সঙ্গে ছবিও তোলেন। বিরোধীদের কটাক্ষ, এক তরুণীর মৃত্যু নিয়ে একটা শব্দ খরচ করার সময় নেই কেসিআরের। অথচ হাইপ্রোফাইল বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে তিনি যেতে পেরেছেন।

এদিকে এই ধর্ষণের ঘটনার প্রতিবাদে সংসদ থেকে শুরু করে দেশজুড়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে। ধৃতদের প্রকাশ্যে শাস্তিদানের নিদান দিয়েছেন সাংসদ থেকে শুরু করে সাধারণ মানুষ।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version