নবান্নে পুলিশ বৈঠকে মুখ্যমন্ত্রী

একটু পরে পরেই নবান্নে পুলিশ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন সব জেলার পুলিশ সুপাররা। থাকবেন আইজি ও ডিআইজি পদমর্যাদার অফিসাররা। মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি।

মূলত লক্ষ্য হলো জেলার আইন-শৃঙ্খলা দিকে নজরদারি। বাইরে থেকে দুষ্কৃতীরা আসছে কিনা, সীমান্ত পেরিয়ে অপরাধীদের অনুপ্রবেশ বন্ধ করা, পাড়ায় পাড়ায় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে কিনা। এ ব্যাপারে পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলবেন। পরিস্থিতি মোকাবিলায় আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল। তা কতখানি কার্যকর হয়েছে জানতে চাইবেন। পুর-নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা কড়া হাতে মোকাবিলা করতে চাইছেন মুখ্যমন্ত্রী।

Previous articleগার্ডেনরিচে প্রকাশ্যে শুটআউট, এলাকায় আতঙ্ক
Next articleফের উত্তর ২৪ পরগনায় ডেঙ্গুতে মৃত্যু