চলতি সপ্তাহে নামবে পারদ, পড়বে শীত

ডিসেম্বর মাস পড়ে গেলেও শীতের দেখা নেই। শীত শীত ভাব থাকলেও তাপমাত্রা গত কয়েক দিনে বেশ ঊর্ধ্বমুখী হয়েছে। কিন্তু আগামী কয়েক দিনে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে তাপমাত্রা নামবে ধীরে ধীরে। পারদ নামবে 2-3 ডিগ্রির মতো। রাতের দিকে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকার কারণে এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বিক্ষিপ্ত জায়গায় কুয়াশার সৃষ্টি হতে পারে। তবে আগামী 24 ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সব মিলিয়ে চলতি সপ্তাহ থেকে পারদ নিম্নমুখী হবে বলে আশাবাদী রাজ্যবাসী।

Previous articleদুরন্ত শটে গোল অভিষেকের
Next articleহিন্দুত্বের পথেই থাকব, সাফ জানালেন মুখ্যমন্ত্রী উদ্ধব