ওয়াই-ফাইয়ের মাধ্যমে করতে পারবেন কল!

নেটওয়ার্ক সমস্যার জন্য অনেক সময়েই ফোন আপনার কেটে যায় তো? ধরুন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, আর লাইনটা নেটওয়ার্ক সমস্যার জন্য কেটে গেল। রাগ হয় তো তখন? কিন্তু এমনটা আর হবে না। অবাক হচ্ছেন তো? ভাবছেন, কীভাবে তা সম্ভব? হ্যাঁ, সম্ভব। ওয়াই-ফাইয়ের মাধ্যমে এবার আপনি করতে পারবেন ভয়েস কল।

এতদিন ওয়াই-ফাইয়ের মাধ্যমে দুরন্ত ইন্টারনেট পরিষেবা পাওয়া যেত। আর এবার থেকে ওয়াই-ফাইয়ের মাধ্যমে পাওয়া যাবে ভয়েস কলের সুবিধাও। এই টেকনোলজিকে ভারতীয় টেলিকম সংস্থা বলছে ‘ভয়েস ওভার ওয়াই-ফাই’ বা ‘ভোই-ফাই’। আপনার মোবাইল ফোনে ওয়াই-ফাই সংযোগ করলেই আপনি আপনার প্রয়োজনীয় কল সেরে ফেলতে পারবেন।

এদিকে আগামী ২০২২ সালের মধ্যে ভারতে আনুষ্ঠানিকভাবে ৫জি প্রযুক্তির সূচনা হয়ে যাবে, এমন জল্পনাই শুরু হয়েছে টেলিকম সেক্টরে। তার আগে এই ভোই-ফাই প্রযুক্তি টেলিকম পরিষেবার দুনিয়ায় নতুন ছাপ ফেলবে বলেই মনে করা হচ্ছে।

Previous article৪০ শতাংশ বাড়ছে জিওর কলচার্জ
Next articleবিডিওবিতর্কে কুণালের পাল্টা : নগরপাল তো জ্যোতিবাবুকে মনীষী বলতেন!