অচেনা যোদ্ধা “তানাজি”র অজানা গল্প শোনাতে শহরে অজয় দেবগন

কেরিয়ারের “সেঞ্চুরি” ছবির প্রচারে শহরে বলিউড সুপারস্টার অজয় দেবগণ। আইনক্স ২৭০ ডিগ্রি স্ক্রিনে প্রথমেই দেখানো হল ছবির ট্রেলর। তবে এসবের মাঝে মন জয় করলেন নম্র-ভদ্র “সিংঘম”।

সপ্তদশ শতকের মারাঠা-মুঘল যুদ্ধেত প্রেক্ষাপটে তৈরি অজয় দেবগণের ছবি “তানাজি”, যা মুক্তি পেতে চলেছে আগামী বছর জানুয়ারিতে। এই ছবির ট্রেলার মুক্তি পায় গত ১৯ নভেম্বর । ছবিতে প্রায় বারো বছর পরে আবারও জুটি হিসেবে দেখা যাচ্চে কাজল ও অজয় দেবগণকে। ছবির মূল খলনায়ক, ইতিহাসের পাতা থেকে উঠে আসা উদয়ভান রাঠোর-এর চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে।

সিংগড়ের যুদ্ধ হয়েছিল ১৬৭০ খ্রিস্টাব্দের ৪ ফেব্রুয়ারি, ছত্রপতি শিবাজির অনুগত মারাঠা সেনানায়ক তানাজি মালুসারে ও মুঘল সেনাপতি প্রথম জয় সিংয়ের অনুগত উদয়ভানের মধ্যে। বলিউডে এই মুহূর্তে মারাঠা ইতিহাস-আশ্রিত ছবির একটি ঢেউ এসেছে।

Previous articleবিল আটকে রাজভবনে! স্পিকার ঠিক বলছেন না, সাফ কথা রাজ্যপালের
Next articleধর্ষকদের ফাঁসি দিলেই কি ধর্ষণ শেষ হবে? প্রশ্ন অপর্ণার