প্রথম আন্তর্জাতিক ম্যাচেই নেপালের অঞ্জলির বিশ্বরেকর্ড

প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আর খেলতে নেমেই বিশ্বরেকর্ড। শূন্য রানে ৬উইকেট।

নেপালের অঞ্জলি চাঁদ। খেলা ছিল নেপালের সঙ্গে মালদ্বীপের। সাউথ এশিয়ান গেমস ক্রিকেট। সপ্তম ওভারে বল করতে আসেন অঞ্জলি। এই ওভারে মালদ্বীপের অধিনায়ক জুনা মারিয়ম সহ তিন ব্যাটসম্যানকে ফেরান। পরের ওভারে আরও ২উইকেট। শেষ ওভারে আর একটি। এই উইকেট নেয়ার মাঝে একটিও রান তাঁকে খরচ করতে হয়নি। অঞ্জলি ভাঙলেন মালয়েশিয়ার মাস এলিসার ৩রানে ৬উইকেটের রেকর্ড। পুরুষদের সেরা ভারতের দীপক চ্বহালের। বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিকসহ ৭রানে ৬ উইকেট।