লন্ডনে দ্বিতীয় সরকারি ভাষার তকমা পেল বাংলা

অবশেষে লন্ডনের সরকারিভাবে দ্বিতীয় ভাষার তকমা পেল বাংলা। লন্ডনে বসবাসকারী প্রায় ৭২ হাজার মানুষ বাংলায় কথা বলেন। যা ইংরেজির ঠিক পরেই। বাংলার পরেই রয়েছে পোলিশ ও তুর্কি। লন্ডনের প্রায় ২ লক্ষ বাসিন্দা এই তিনটির মধ্যে যে কোনও একটিতে কথা বলেন।সম্প্রতি, একটি সংস্থার সমীক্ষা থেকে একথা জানা গিয়েছে।

লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বাড়াতে এই সমীক্ষা চালিয়েছিল সংস্থাটি। সমীক্ষা থেকে থেকে আরও জানা গিয়েছে, লন্ডনের প্রায় ৩ লক্ষ বাসিন্দা বাড়িতে কোনও না কোনও বিদেশি ভাষায় কথা বলেন। তবে বাংলাভাষীদের সংখ্যা বাড়লেও ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন বলেও জানাচ্ছে সমীক্ষা।

Previous articleপ্রথম আন্তর্জাতিক ম্যাচেই নেপালের অঞ্জলির বিশ্বরেকর্ড
Next articleনবীন বরণে গিয়ে তাঁতের শাড়ি কিনলেন শুভশ্রী