হায়দারাবাদের ঘটনার প্রতিবাদে ও দ্রুত শাস্তির দাবিতে আমরণ অনশনে বসেছেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। মঙ্গলবার, দিল্লির যন্তর-মন্তরে অনশনে বসার আগে তিনি রাজঘাট এগিয়ে শ্রদ্ধা জানান। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বাতী জানান, হায়দরাবাদের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে। এই দাবিতেই তিনি আমরণ অনশনে বসেন। পাশাপাশি, তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দিয়েছেন। স্বাতী বলেন, সাংসদরা সংসদে ক্ষোভ প্রকাশ না করে, এবার কাজ শুরু করুন। এদিন সকাল থেকেই যন্তর মন্তরের সামনে “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান তুলে মহিলারা আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। এর পাশাপাশি নির্ভয়া কাণ্ডের দোষীদের সাজা কেন এখনও কার্যকর হল না সে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।


