কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত নাগরিকত্ব সংশোধনী বিল, এবার সংসদের দুই কক্ষে

কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিলো নাগরিকত্ব সংশোধনী বিল-এ। এবার লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পেশ করা হবে। সূত্রের খবর, আগামী 9 ডিসেম্বর এই বিলের খসড়া লোকসভায় পেশ করা হবে৷ রাজ্যসভায় পেশ করার কথা 10 ডিসেম্বর। চলতি শীতকালীন অধিবেশনেই নাগরিকত্ব সংশোধনী বিল বা Citizenship Amendment Bill- টি
পাস করাতে মরিয়া মোদি সরকার।

আজ, বুধবার মন্ত্রিসভার বৈঠকে ‘নাগরিকত্ব সংশোধনী বিল’ পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি’র প্রায় মন্ত্রীরাই এদিন উপস্থিত ছিলেন বৈঠকে। সর্বসম্মতিতেই বিলটি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এবার লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পেশ এবং পাস করানোর প্রক্রিয়া শুরু করবে মোদি সরকার। জানা গিয়েছে, আগামী 9 ডিসেম্বর লোকসভায় খসড়া বিলটি পেশ করা হবে। সেখানে আলোচনার পর ভোটাভুটিতে পাস করানো হবে বিলটি। 10 ডিসেম্বর বিলটি রাজ্যসভায় পেশ হবে৷ দুই সভায় বিলটি অনুমোদিত হলে বিল অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে।

Previous articleরোনাল্ডোকে টপকে লা লিগায় হ্যাটট্রিকের রেকর্ড মেসির
Next articleঅনিয়ম রুখতে পৌষমেলায় স্টল বুকিং-এ নয়া নিয়ম