বাজারে পেঁয়াজের ‘দাদাগিরি’, কেজি ১৪০ টাকা

কলকাতার খুচরো বাজারে বুধবার পেঁয়াজের দাম ১৪০ টাকা কেজি। তবে বাজারে জোগান নেই পেঁয়াজের। পোস্তা-সহ শহরের বেশ কয়েকটি নামী বাজারে বিক্রেতাদের কাছে আলু, আদা, রসুন রয়েছে কিন্তু নেই পেঁয়াজ। কারও কাছে ৫ কেজি বা কারেও কাছে ৩ কেজি পেঁয়াজ পড়ে রয়েছে। অর্থাৎ টাস্ক ফোর্সের বেঁধে দেওয়া ৮০ টাকা দামে পেঁয়াজ বিক্রি করতে তারা অপারগ। তাই বিক্রি বন্ধ রেখেছেন।

মঙ্গলবার রাতে শহরে যে ২১ টি পেঁয়াজের ট্রাক ঢুকেছে তাতে বস্তা পিছু ৪৩০০ টাকা দিয়ে কিনেছেন আড়তদাররা। সেই পেঁয়াজ স্থানীয় বাজারে যারা পৌছে দেন, সেই খুচরো পাইকার রা কিনেছেন ৪৮০০ টাকায়। অর্থাৎ তাঁরা প্রতি কেজি পেঁয়াজ কিনলেন ৯৬ টাকা দিয়ে। তার কাছে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি করলেন ১২৫ টাকায়। সেই খুচরো বিক্রেতা ক্রেতা কে সেই পেঁয়াজ বিক্রি করছেন ১৪০ টাকায়।

Previous articleরাজ্যে ধর্ষণ-খুন! চাঞ্চল্য সাগরদিঘিতে
Next articleরোনাল্ডোকে টপকে লা লিগায় হ্যাটট্রিকের রেকর্ড মেসির