Friday, January 9, 2026

“ধর্ষকদের কন্ডোম দিয়ে ধর্ষণে সাহায্য করুন”, ধর্ষণ-খুন নিয়ে এ কী বললেন পরিচালক!

Date:

Share post:

হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসকের ধর্ষণ-খুনের পরে দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। তার মধ্যে থেকেই উঠে আসছে নানা বিতর্কিত মন্তব্য। আর তার মধ্যে এই মুহূর্তে নেট দুনিয়া তোলপাড় দক্ষিণ ভারতীয় চিত্র পরিচালক ড্যানিয়েল শ্রবণের মন্তব্য ঘিরে। তিনি বলেন, “ধর্ষণের পরে খুন এড়াতে মহিলাদের উচিত কন্ডোম রাখা। এমনকী, মহিলাদের উচিত ধর্ষণের সহযোগিতা করা। তাহলে অন্তত খুনের হাত থেকে বেঁচে যাবেন তারা” । নিজের ফেসবুক পেজে এই মন্তব্য পোস্ট করেছেন শ্রবণ। আর সেগুলি আবার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন দক্ষিণী গায়িকা চিন্ময়ী শ্রীপদা। সেখানেই দেখা গিয়েছে পরিচালক লিখেছেন, ধর্ষণ এমন কোনও সিরিয়াস ঘটনা নয়। তবে খুনের মতো অমার্জনীয় অপরাধ। এরপরে আরও একধাপ এগিয়ে শ্রবণের মন্তব্য, “সরকার যদি আইন-আদালতে ধর্ষণের ক্ষেত্রে ছাড় দেয়, তাহলে ধর্ষণের পরে খুনের কথা ভাববে না ধর্ষকরা”। ফেসবুকে ভাইরাল হওয়ার পরেই বিস্ময় প্রকাশ করেন সবাই। স্যোশাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হওয়ার পরেই শ্রবণকে মনোবিদের পরামর্শ নিতে উপদেশ দিয়েছেন অনেকে। সেই পরামর্শের বিরুদ্ধে পালটা মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, জেদি মহিলারা যদি প্রস্তাবে সায় না দেন, তাহলে তাদের ধর্ষণ করা ছাড়া কোনও উপায় থাকবে না। এর উত্তরে একজন প্রশ্ন তুলেছেন, নিজের পরিবারের মহিলাদের ক্ষেত্রেও কি শ্রবণ এইমত? সকলকে অবাক করে দিয়ে ইতিবাচক জবাব দেন দক্ষিণী পরিচালক। এই নিয়ে স্যোশাল দুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে।

বেগতিক দেখে পরিচালক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে দেন। সপক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, একটি নতুন ছবির পরিচালনায় হাত দিয়েছেন। সেখানেই সব ডায়লগ বলছে ভিলেন। এগুলি তাঁর নিজের কথা নয়। তবে নেটিজেনদের মতে, বেফাঁস মন্তব্যের জেরে তুমুল সমালোচনার মুখে পড়ে, উল্টো সুরে গাইছেন শ্রবণ।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...