উপাচার্যকে বারণ করেছিলেন পার্থ, তোপ রাজ্যপালের

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বসে তোপ দেগে রাজ্যপাল বলেছেন,” সেনেট বৈঠকে আমাকে আমন্ত্রণ করা হয়। আমি আসব বলি। এই সময়টা শুধু এই বিশ্ববিদ্যালয়ের জন্য রেখেছিলাম। হঠাৎ বার্তা পাঠানো হয় অনিবার্য কারণে বৈঠক স্থগিত। আমি উপাচার্য ও রেজিস্ট্রারকে ডেকে পাঠাই। উপাচার্য আসেন নি। তাঁকে শিক্ষা বিভাগ থেকে বারণ করা হয়েছে বলে জানলাম। বিভাগের তো একজন মন্ত্রী আছেন ! এভাবে বারণ হয় না কি? আমি আচার্য। তারপর খবর পাঠালাম আমি আসব। ঘুরে দেখব। এলাম। দেখি কেউ স্বাগত জানালেন না। উপাচার্য নেই। ঘর বন্ধ। চাবি নাকি উপাচার্যের কাছেই থাকে। আমার অনুরোধে কর্মীরা চা খাওয়ালেন। ভেবেছিলাম অনেকের সঙ্গে দেখা হবে, আলাপ হবে। তাই সেনেট বৈঠকের আমন্ত্রণ নিয়েছিলাম। কিন্তু এরা যা করলেন!”

Previous articleরাস্তায় ছাত্রীকে কটূক্তি, অপমানে কী করল ছাত্রী?
Next articleরাজ্যপালের কথায় ও কাজে ক্ষুব্ধ পার্থ, কৌশলী রাজ্য