বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতের ক্রিকেটার মণীশ পাণ্ডে। রবিবার কর্ণাটককে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এনে দিয়েছেন মণীশ। আর ঠিক তার পরের দিনই নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন তিনি। দক্ষিণী অভিনেত্রী অশ্রিতা শেট্টিকে বিয়ে করেছেন মণীশ।

আগামী ৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করবে ভারত। টি-২০ ও একদিনের সিরিজে দলে জায়গা পেয়েছেন মণীশ। তবে তার আগে বিয়েটা সেরে ফেললেন তিনি।

মণীশ ও অশ্রিতাকে শুভেচ্ছা জানিয়েছেন রোহিত শর্মা। তিনি নবদম্পতির ছবি পোস্ট করে ট্যুইটারে লেখেন, ‘আমার বিশ্বাস, এটাই তোমার সেরা ইনিংস।’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মণীশ-অশ্রিতার বিয়ের ছবি।

Wish you both all the happiness in the world. Trust me this will be your best innings 😉 @im_manishpandey pic.twitter.com/8T2kZNOEeM
— Rohit Sharma (@ImRo45) December 2, 2019