জলের লাইন ফেটে দ্বিগুণ চাপে বাসিন্দারা

0
2

জলের পাইপ লাইন ফেটে বিপত্তি। তিনমাস ধরে ভোগান্তিতে রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়া মারা এলাকা। পূর্ব-পশ্চিম পাড়ায় অঞ্চলে পানীয় জলের পাইপলাইন ফেটে যাওয়ার কারণে তিন মাস ধরে ব্যাপক হারে পানীয় জলের অপচয় হচ্ছে।পঞ্চায়েতকে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। পঞ্চায়েতের দাবি, বিষয়টি কেএমডিএ, পিডব্লিউডি-কে দায়িত্ব দেওয়া হয়েছে।

কথায় বলে জলই জীবন। প্রতি ফোঁটা জলই মূল্যবান।
কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণ পানীয় জল নষ্ট হচ্ছে। ফেটে যাওয়া পাইপলাইন থেকে দ্রুত পানীয় জল বের হওয়ার কারণে আশপাশের অঞ্চলে জল জমে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। ছড়াচ্ছে ডেঙ্গু আতঙ্ক। আর পাশাপাশি দেখা দিয়েছে পানীয় জলের অভাব। দুয়ের চাপে আতান্তরে স্থানীয়রা।