ভাইপো অজিত ও বিজেপির যোগাযোগের কথা জানতেন বলে স্বীকার করলেন পাওয়ার

মহারাষ্ট্রের ‘মহাভারত’ যেন আর শেষ হচ্ছে না! তিন দলের জোট সরকার তৈরি হয়ে যাওয়ার পরেও এনিয়ে রাজনৈতিক কৌতূহল, জল্পনা শেষ হওয়ার নাম নেই। এই এপিসোডে সূত্রধরের কাজ করেছিলেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। তিনিই এবার স্বীকার করলেন ভাইপোর বিজেপি-যোগের তথ্য আগে জানার কথা। অথচ শারদের ভাইপো অজিত পাওয়ার যখন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তখন এই শারদই বলেছিলেন এর বিন্দুবিসর্গ জানতাম না, সবে ঘুম থেকে উঠে জেনেছি। এটা অজিতের ব্যক্তিগত সিদ্ধান্ত। তখনই যদিও অনেকে সংশয় প্রকাশ করে বলেছিলেন, ভাইপোর গতিবিধি কিছুই জানবেন না পাওয়ারের মত ধুরন্ধর রাজনীতিক, এটা হতেই পারে না। তখন এই বিষয়ে আলোচনা বেশিদূর না গড়ালেও এখন শারদ পাওয়ারের কথাতেই স্পষ্ট, তিনি ভাইপোর বিজেপি-যোগের কথা জানতেন।

এক সর্বভারতীয় চ্যানেলে শারদ পাওয়ার এই প্রসঙ্গে বলেছেন, কংগ্রেসের সঙ্গে বৈঠক চলাকালীন সেই দলের কয়েকজন নেতার সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। তিনি রেগে বেরিয়ে যান। ওই বৈঠকে উপস্থিত ছিলেন অজিতও। এই ঘটনায় তিনি প্রচন্ড ক্ষুব্ধ হন। আর তার পরেই দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে যোগাযোগ করেন। অজিত ও বিজেপির মধ্যে যে কথাবার্তা চলছিল তা জানতেন বলে মেনে নিয়েছেন পাওয়ার। সেইসঙ্গে সাফাই দিয়েছেন, ব্যাপারটা যে সরকার গঠন পর্যন্ত গড়াবে তা নাকি বুঝতে পারেননি!

যদিও মহারাষ্ট্রে অবিজেপি সরকার তৈরির পর এখন শারদ পাওয়ারের একের পর এক চাঞ্চল্যকর দাবি ফের নতুন কৌতূহলের জন্ম দিচ্ছে।

Previous articleএক দেশে এক রেশন কার্ড
Next articleশ্বশুর-বৌমা’র এক ‘ব্যতিক্রমী’ বৃত্তান্ত !