এক দেশে এক রেশন কার্ড

এবার “এক দেশ, এক রেশন কার্ড” প্রকল্প কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী বছরের জুন মাস থেকেই সেই পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। দেশের যে কোনও প্রান্ত থেকে এই কার্ডের মাধ্যমে রেশন নিতে পারবেন গ্রাহকরা। প্রধানত ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের কথা ভেবেই এই “এক দেশ, এক রেশন কার্ড” চালু করতে চাইছে কেন্দ্র।

জাতীয় খাদ্য আইনের আওতায় এই পরিষেবা পাওয়া যাবে। তবে এর জন্য আগে সংশ্লিষ্ট রেশন দোকানে আধার কার্ড দেখাতে হবে। পুরো প্রক্রিয়াটাই অনলাইনে হবে। রেশনে দুর্নীতি আটকাতে এই পরিষেবা চালুর ভাবনা বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

আপাতত ১৪টি রাজ্যের জন্য মেশিন বসানো হয়েছে। বাকি ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ব্যবস্থা শুরু হবে ৷

Previous articleকলকাতার মেয়র পদে এক বছর পার করলেন ফিরহাদ হাকিম
Next articleভাইপো অজিত ও বিজেপির যোগাযোগের কথা জানতেন বলে স্বীকার করলেন পাওয়ার