Sunday, November 16, 2025

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কটূক্তি। স্কুল থেকে বাড়ি ফেরার পথে অশ্লীল ভাষায় গালাগালি ও হেনস্থার অভিযোগ। সহ্য করতে না পেরেই, নবম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের শ্রীরামপুর সরদারপাড়া এলাকায়। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় ৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ, কালিয়াচক গার্লস স্কুলের নবম শ্রেণীর ওই ছাত্রীকে উত্যক্ত করতেন শাম্মি শেখ নামে স্থানীয় এক যুবক। তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু ছাত্রী সেই প্রস্তাবে রাজি হয়নি। তারপর থেকেই রাস্তায় বেরোলেই নাবালিকাকে উত্ত্যক্ত করতেন শাম্মি শেখ। এমনকী, শাম্মির পরিবারের সদস্যরাও ছাত্রীটিকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ।
এদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে অভিযুক্ত শাম্মির পরিবারের ৪ সদস্য কটূক্তি করে। এমনকী, তার হাত ধরে টানাটানি করা হয় বলেও অভিযোগ। বাড়িতে ফিরে বিষয়টি জানায় ওই ছাত্রী। তারপরই মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ। দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় যুবক সহ পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।


 

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version