Thursday, August 28, 2025

ক্রিকেট বিশ্বের ভয়ঙ্কর পেস বোলার বব উইলিস প্রয়াত। প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৭০ বছর বয়সে চলে গেলেন ক্রিকেট দুনিয়ায় গুজ নামে খ্যাত ইংল্যান্ডের এই প্রাক্তন অধিনায়ক। ৯০টি টেস্টে তিনি নিয়েছিলেন ৩২৫টি উইকেট আর ৬৪টি ওয়ানডেতে ৮০টি উইকেট। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে প্রায় তিন বছর ধরে তিনি প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন। রেখে গেলেন স্ত্রী, কন্যা, ভাই ও বোনকে। উইলিস পরিবারের অনুরোধ, এই সময় তাঁদের বিরক্ত না করতে। ফুল অথবা আর্থিক অনুদান যেন প্রস্টেট ক্যান্সার সংস্থাকে দেওয়া হয়। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, তাঁর আত্মার শান্তি কামনা করি। ক্রিকেট জগত উইলিসের অভাব অনুভব করবে।

১৯৭১ সালে অ্যালান বর্ডার আহত হলে মাত্র ২১বছর বয়সে ইংল্যান্ড দলে জায়গা পান উইলিস। সেবার ৪ টেস্টে ১২টি উইকেট নিয়েছিলেন। তারপর ৬ফুট ৬ইঞ্চি উচ্চতার এই ফাস্ট বোলার টানা ১৪ বছর খেলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট। ১৯৮৪ সালে অবসর নেওয়ার পর ক্রিকেট ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন। ১৯৮১ সালে অ্যাশেজ সিরিজে বিধ্বংসী হয়ে উঠেছিলেন উইলিস। তৃতীয় টেস্টে হেডিংলিতে তিনি ৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৮ রানে হারাতে দলকে সাহায্য করেন। সতীর্থ পল অ্যালট বলেন ৪০ বছরের পরিচয় আমাদের। ওর ভিতরে থ্রি বোলিং দেখা একটা অভিজ্ঞতা। আরেক কিংবদন্তী ইয়ান বোথাম বলেন, উইলিস-বোথাম জুটি ভেঙে গেল। স্মৃতি আজ ভারাক্রান্ত।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version