Thursday, August 21, 2025

আরও একাধিক প্রভাবশালীকে গ্রেফতার করা হবে, মুকুল- মামলায় ইঙ্গিত রাজ্যের

Date:

আর্থিক প্রতারণার অভিযোগে সরশুনা থানায় বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আরও একাধিক প্রভাবশালীকে হেফাজতে নেওয়া হবে বলে ইঙ্গিত দিল রাজ্য সরকার।

এই মামলায় রেলে চাকরি, রেলবোর্ডে পদ-সহ বিভিন্ন আশ্বাস দিয়ে একাধিক লোকজনের কাছ থেকে মোটা টাকা তোলার অভিযোগ আনা হয়েছে মুকুল রায়-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে৷

বুধবার কলকাতা হাইকোর্টে এ সংক্রান্ত মামলার শুনানিতে এমনই সওয়াল করেছে রাজ্য৷ এই মামলায় বিজেপি নেতা মুকুল রায়ের আগাম জামিনের মেয়াদ মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত বাড়িয়ে দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ জানুয়ারি।

এ দিন হাইকোর্টে সরকারি কৌঁসুলি শ্বাশতগোপাল মুখোপাধ্যায় মুকুল রায়ের আগাম জামিনের বিরোধিতা করেন। তাঁর যুক্তি, কয়েক দিন আগেই ওই মামলার অন্যতম অভিযুক্ত রাহুল সাউকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণা করে হাতানো টাকা রাহুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকেছিল বলে দাবি করেন সরকারি কৌঁসুলি৷ তিনি জানান, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বেশ কয়েক জন প্রভাবশালী ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত৷ সরকারি কৌঁসুলি জানান, ওই মামলায় এক কেন্দ্রীয় মন্ত্রীর আপ্ত-সহায়ক জড়িত বলেও অভিযোগ রয়েছে। সরকারি কৌঁসুলির সওয়াল, এখনই মুকুল রায়কে আগাম জামিন দিলে তদন্তে প্রভাব পড়বে৷ মুকুল রায়ের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত বলেন, এ সব অভিযোগ ভিত্তিহীন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version