Saturday, May 3, 2025

‘ফাঁকা’ বিধানসভা আজ ঘুরে দেখবেন রাজ্যপাল, নতুন বিতর্কের আশঙ্কা

Date:

বিতর্ককে সঙ্গী করে এবং নতুন বিতর্কের আশঙ্কা তৈরি করেই আজ বৃহস্পতিবার রাজ্য বিধানসভা ভবনে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কোনও নির্দিষ্ট আমন্ত্রণে নয়, রাজ্যপাল বিধানসভা ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন নিজেই৷ বুধবার রাজ্যপাল নিজেই সাংবাদিকদের বলেছেন, ‘‘বৃহস্পতিবার আমি বিধানসভায় যাব। এর আগে যে দিন গিয়েছিলাম, শুধু বক্তৃতা করে চলে এসেছি। সে দিন বিধানসভা ঘুরে দেখা হয়নি। ঐতিহাসিক এই ভবনে গিয়ে গ্রন্থাগারটাও ঘুরে দেখব। শুনেছি, বিধানসভায় কত গুরুত্বপূর্ণ নথি রয়েছে। কত আইনের রেকর্ড রয়েছে সেখানে। একটু দেখতে চাই সেগুলো।’’

আজ, বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে তিনি বিধানসভায় যাবেন বলে রাজভবন থেকে জানানো হয়েছে৷ ওদিকে, বিধানসভার অধিবেশন আজ পর্যন্ত মুলতুবি রয়েছে। ফলে স্পিকার আজ থাকবেন না বলে রাজভবনে জানিয়েও দেন বিধানসভার সচিব। স্পিকার ছাড়া ডেপুটি স্পিকার, রাজ্যের কোনও মন্ত্রী এবং বিধায়কেরাও বিধানসভা ভবনে থাকবেন না বলে জানা গিয়েছে। সব কিছু জেনেও রাজ্যপালের তাঁর বিধানসভা-দর্শন কর্মসূচি বহাল রেখেছেন। প্রসঙ্গত, বুধবার রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়েও উপাচার্য বা সংশ্লিষ্ট কোনও কর্তার দেখা পাননি। আজ বিধানসভায় তেমন পরিস্থিতিরই পুনরাবৃত্তি হতে পারে বলে ধারনা৷ রাজনৈতিক মহলের মতে, নিজের সিদ্ধান্তে এই ভাবে পর পর কর্মসূচি নিয়ে রাজ্যপাল ‘প্রতিষ্ঠা’ করতে চাইছেন, রাজ্য সরকার তাঁর সঙ্গে ‘অসহযোগিতা’ করছে, এমন তথ্যই৷

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version