পেঁয়াজ ছুঁল ১৫০, সরকার বলছে আমদানি হলেই কমবে!

 

সেঞ্চুরি পেরিয়েছিল আগেই। এবার ১৫৯ ছুঁতে চললো পেঁয়াজ।পেঁয়াজের ঝাঁঝে আমজনতার চোখে জল। কটাক্ষ করে কেউ কেউ বলছেন সোনার চেয়েও দামি আবার কেউ বিয়েতে দিচ্ছেন কেজি কেজি পেঁয়াজ।

অনেকেই বলছেন কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকলেই নুন, চিনি, পেঁয়াজের দাম বল্গাহীন হতে থাকে। অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন নুন-পেঁয়াজের ১০০ ছুঁয়েছিল দু’দশক আগে। ফের নরেন্দ্র মোদি সরকারের সময়ে একই দৃশ্য। রাজ্য টাস্ক ফোর্স নামিয়েছিল। কিন্তু তাতে কোন কাজে দেয়নি। অক্টোবরের যে পেঁয়াজের দাম ছিল ২০টাকা প্রতি কেজি, তা এক মাসের মধ্যে লাফিয়ে বেড়েছে সাড়ে সাত গুণ। কলকাতাসহ খোলা বাজারে বৃহস্পতিবার তার দাম ১৪০-১৫০ টাকা কেজি। কেন্দ্র বলছে জানুয়ারির মাঝেই ২১ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে। আরও ১৫হাজার মেট্রিক টন পেঁয়াজের টেন্ডার ডাকা হয়েছে। সেগুলি এলে কিছুটা সমস্যা মিটবে বলে আশা। অন্যদিকে রাজ্য সরকার সুফলে কম দামে পেঁয়াজ বিক্রি করছে। ৬০টাকা কেজি। কিন্তু তার পরিমাণ এতটাই কম যে সকলের কাছে পৌঁছাচ্ছে না। এর সঙ্গে শীতকাল পড়ে যাওয়া সত্ত্বেও টমেটো বেগুন সহ শাকসবজির দামও চড়া। ফলে মধ্যবিত্ত- নিম্নবিত্তের মাথায় হাত।

Previous articleতিহার থেকে মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই সংসদে হাজির পি চিদম্বরম
Next articleসিএবি পাশ হলে নথিপত্র না থাকলেও সমস্যা নেই হিন্দুদের, বোঝাচ্ছে বিজেপি