তিহার থেকে মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই সংসদে হাজির পি চিদম্বরম

তিহার জেল থেকে মুক্তি পাওয়ার পর ১২ ঘণ্টাও পার হয়নি৷, সংসদে নিজের বক্তব্য রাখতে হাজির হয়ে গেলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদম্বরম। আর্থিক তছরুপের অভিযোগে
৩ মাসেরও বেশি সময় জেলে বন্দি ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালেই সংসদে নিজের বক্তব্য রাখতে হাজির হয়েছেন কংগ্রেসের নেতা।সকালে চিদম্বরম সাংবাদিকদের বলেছেন, “আমি খুশি সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করায়৷ আমি ১০৬ দিন পর স্বাধীনভাবে শ্বাস নিতে পারছি।”
রাজ্যসভায় কংগ্রেসের সদস্য পি চিদম্বরম আজ, বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ একটি সাংবাদিক সম্মেলন করবেন বলে সূত্রের খবর।
বুধবার রাতে জেল থেকে বেরিয়ে আসার পরই কংগ্রেসের এই নেতা দলীয় সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে তার বাসভবনেই দেখা করেন।

Previous articleআইন আসছে, ছেলে- মেয়ে বা জামাই-বৌমা’র দায়িত্বও কম নয়, ব্যর্থ হলে জেল-জরিমানা
Next articleপেঁয়াজ ছুঁল ১৫০, সরকার বলছে আমদানি হলেই কমবে!