‘ফাঁকা’ বিধানসভা আজ ঘুরে দেখবেন রাজ্যপাল, নতুন বিতর্কের আশঙ্কা

বিতর্ককে সঙ্গী করে এবং নতুন বিতর্কের আশঙ্কা তৈরি করেই আজ বৃহস্পতিবার রাজ্য বিধানসভা ভবনে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কোনও নির্দিষ্ট আমন্ত্রণে নয়, রাজ্যপাল বিধানসভা ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন নিজেই৷ বুধবার রাজ্যপাল নিজেই সাংবাদিকদের বলেছেন, ‘‘বৃহস্পতিবার আমি বিধানসভায় যাব। এর আগে যে দিন গিয়েছিলাম, শুধু বক্তৃতা করে চলে এসেছি। সে দিন বিধানসভা ঘুরে দেখা হয়নি। ঐতিহাসিক এই ভবনে গিয়ে গ্রন্থাগারটাও ঘুরে দেখব। শুনেছি, বিধানসভায় কত গুরুত্বপূর্ণ নথি রয়েছে। কত আইনের রেকর্ড রয়েছে সেখানে। একটু দেখতে চাই সেগুলো।’’

আজ, বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে তিনি বিধানসভায় যাবেন বলে রাজভবন থেকে জানানো হয়েছে৷ ওদিকে, বিধানসভার অধিবেশন আজ পর্যন্ত মুলতুবি রয়েছে। ফলে স্পিকার আজ থাকবেন না বলে রাজভবনে জানিয়েও দেন বিধানসভার সচিব। স্পিকার ছাড়া ডেপুটি স্পিকার, রাজ্যের কোনও মন্ত্রী এবং বিধায়কেরাও বিধানসভা ভবনে থাকবেন না বলে জানা গিয়েছে। সব কিছু জেনেও রাজ্যপালের তাঁর বিধানসভা-দর্শন কর্মসূচি বহাল রেখেছেন। প্রসঙ্গত, বুধবার রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়েও উপাচার্য বা সংশ্লিষ্ট কোনও কর্তার দেখা পাননি। আজ বিধানসভায় তেমন পরিস্থিতিরই পুনরাবৃত্তি হতে পারে বলে ধারনা৷ রাজনৈতিক মহলের মতে, নিজের সিদ্ধান্তে এই ভাবে পর পর কর্মসূচি নিয়ে রাজ্যপাল ‘প্রতিষ্ঠা’ করতে চাইছেন, রাজ্য সরকার তাঁর সঙ্গে ‘অসহযোগিতা’ করছে, এমন তথ্যই৷

Previous articleবিরাটই এক নম্বরে
Next articleআরও একাধিক প্রভাবশালীকে গ্রেফতার করা হবে, মুকুল- মামলায় ইঙ্গিত রাজ্যের