Monday, August 25, 2025

‘ফাঁকা’ বিধানসভা আজ ঘুরে দেখবেন রাজ্যপাল, নতুন বিতর্কের আশঙ্কা

Date:

বিতর্ককে সঙ্গী করে এবং নতুন বিতর্কের আশঙ্কা তৈরি করেই আজ বৃহস্পতিবার রাজ্য বিধানসভা ভবনে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কোনও নির্দিষ্ট আমন্ত্রণে নয়, রাজ্যপাল বিধানসভা ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন নিজেই৷ বুধবার রাজ্যপাল নিজেই সাংবাদিকদের বলেছেন, ‘‘বৃহস্পতিবার আমি বিধানসভায় যাব। এর আগে যে দিন গিয়েছিলাম, শুধু বক্তৃতা করে চলে এসেছি। সে দিন বিধানসভা ঘুরে দেখা হয়নি। ঐতিহাসিক এই ভবনে গিয়ে গ্রন্থাগারটাও ঘুরে দেখব। শুনেছি, বিধানসভায় কত গুরুত্বপূর্ণ নথি রয়েছে। কত আইনের রেকর্ড রয়েছে সেখানে। একটু দেখতে চাই সেগুলো।’’

আজ, বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে তিনি বিধানসভায় যাবেন বলে রাজভবন থেকে জানানো হয়েছে৷ ওদিকে, বিধানসভার অধিবেশন আজ পর্যন্ত মুলতুবি রয়েছে। ফলে স্পিকার আজ থাকবেন না বলে রাজভবনে জানিয়েও দেন বিধানসভার সচিব। স্পিকার ছাড়া ডেপুটি স্পিকার, রাজ্যের কোনও মন্ত্রী এবং বিধায়কেরাও বিধানসভা ভবনে থাকবেন না বলে জানা গিয়েছে। সব কিছু জেনেও রাজ্যপালের তাঁর বিধানসভা-দর্শন কর্মসূচি বহাল রেখেছেন। প্রসঙ্গত, বুধবার রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়েও উপাচার্য বা সংশ্লিষ্ট কোনও কর্তার দেখা পাননি। আজ বিধানসভায় তেমন পরিস্থিতিরই পুনরাবৃত্তি হতে পারে বলে ধারনা৷ রাজনৈতিক মহলের মতে, নিজের সিদ্ধান্তে এই ভাবে পর পর কর্মসূচি নিয়ে রাজ্যপাল ‘প্রতিষ্ঠা’ করতে চাইছেন, রাজ্য সরকার তাঁর সঙ্গে ‘অসহযোগিতা’ করছে, এমন তথ্যই৷

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version