লং মার্চকে সমর্থন জানাল প্রেসিডেন্সির ছাত্র-ছাত্রীরাও

কাজের দাবিতে বাংলার উত্তর ও দক্ষিণে পথ হাঁটছেন শ্রমিক-কর্মচারীরা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির এই লং মার্চকে সমর্থন করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও। কিছুদিন আগেই প্রেসিডেন্সির ছাত্র সংসদ দখল করেছে এসএফআই। এবার সেই ছাত্র সংসদ সমর্থন দিল কাজের দাবির আন্দোলনে। সংসদের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরোধিতায় লং মার্চকে সর্বাত্মক সমর্থন করেন তাঁরা। দেশে মন্দার পরিস্থিতি, ভয়াবহ বেকারি, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নিকরণ, বৈষম্যমূলক শ্রমনীতির প্রতিবাদে কাজের দাবির আন্দোলনে সামিল হবেন ছাত্র-ছাত্রীরাও।

Previous articleশিখ দাঙ্গা নিয়ে বিতর্কিত মন্তব্য মনমোহনের
Next articleশহরে গ্রেফতার মাওবাদী