Monday, November 10, 2025

ত্রিকোণ প্রেমের কাঁটা সরাতে ফাঁদ! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক

Date:

বিরাটিতে ত্রিকোণ প্রেমের জেরে তরুণ খুনের ঘটনার তদন্তে শেষ হতে না হতেই ফের ত্রিকোণ প্রেমের জেরে মৃত্যুমুখে আর এক যুবক। বাগুইআটিতে মদের আসরে যুবককে বহুতল থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনায় ত্রিকোণ প্রেমের তত্ত্বই জোরালো হচ্ছে। অভিযোগ, তানিয়া মণ্ডলের নামে এক যুবতীর সঙ্গে ত্রিকোণ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন প্রশান্ত রায় ও দেবাশিস রায় নামে 2 যুবক। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ওই যুবতীই অর্জুনপুরের একটি নির্মীয়মাণ বাড়িতে প্রশান্ত ও দেবাশিসকে ডাকেন। সেখানে প্রশান্তকে মদ্যপান করানো হয়। এরপর ওখানেই তিনজনের মধ্যে বচসা বাধে। সেই সময় মত্ত প্রশান্তকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে প্রশান্তর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তানিয়া। কিন্তু প্রশান্ত বিবাহিত হওয়ায় হায়দরাবাদে অন্য যুবকের সঙ্গে বিয়ে হয়ে যায় তানিয়ার। বছরখানেক সংসার করার পর এক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁর। কয়েকমাস আগে কলকাতায় ফিরে ফের প্রশান্তর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান তানিয়া। একই সঙ্গে দেবাশিস রায় বলে আরেক যুবকের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবতী। আর এই নিয়েই অশান্তির সূত্রপাত। কারণ, দেবাশিসের সঙ্গে তানিয়ার সম্পর্ক মেনে নিতে পারছিলেন না প্রশান্ত। তানিয়াও বিবাহিত প্রশান্তের সঙ্গে দূরত্ব তৈরি করছিলেন। পথের কাঁটা প্রশান্তকে সরাতে অর্জুনপুরের নির্মীয়মাণ বহুতলে ডেকে পাঠান তানিয়া।
সেই মদের আসরেই তিনজনের মধ্যে ঝামেলা বাধে। অভিযোগ, সেই সময়ই প্রশান্তকে ধাক্কা মারেন দেবাশিস। রক্তাক্ত অবস্থায় প্রশান্তকে উদ্ধার করেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায়তাঁকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রশান্তের স্ত্রী। তার ভিত্তিতেই অভিযুক্ত দেবাশিস রায় ও তানিয়া মণ্ডলকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিস।

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version