মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন ভারতীয় বংশোদ্ভূত সেনেটর কমলা হ্যারিস। কারণ, হিসেবে জানালেন, ভোটে লড়তে যে আর্থিক সচ্ছলতার প্রয়োজন, তা তাঁর নেই। ট্যুইটারে সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আমি কোটিপতি নই। সেই কারণে লড়াই থেকে সরলাম। হ্যারিস সরে দাঁড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, আমরা তোমার অভাব অনুভব করব। প্রত্যুত্তরে হ্যারিস বলেন, চিন্তা করবেন না, ভোট থেকে সরলাম মানে লড়াই ছেড়ে দিলাম, ভাবলে ভুল হবে। লড়াই চলবে আপনার বিচার আমরা করব।

আরও পড়ুন-২৪ ঘণ্টা পরেও মৃতার নাম পরিচয় অধরা, সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ পুলিশ
