Tuesday, December 2, 2025

লোকসভায় দাপুটে অভিষেকই যেন বিরোধীদের কণ্ঠস্বর

Date:

Share post:

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিতর্কে রীতিমতো দাপট দেখালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারকে বিদ্ধ করেন তিনি। বক্তৃতার শুরুতেই বাংলার মনীষীদের প্রসঙ্গ উত্থাপন করেন। বলেন, আজ বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে থাকলে এই ভেদাভেদ দেখে লজ্জা পেতেন।

বিজেপিকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে অভিষেক অভিযোগ করেন, নাগরিকত্ব সংশোধনী বিল এনে দেশে বিভাজনের রাজনীতি করতে চাইছে গেরুয়া শিবির।
অনুপ্রবেশকারী নিয়ে লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যকে বিজেপি এতদিন হাতিয়ার করেছে, তাকে এদিন অপপ্রচার বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, ২০০৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভাষণের কপি খুঁজে বার করুন। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অনুপ্রবেশকারী নিয়ে কিছু বলেননি। তিনি বলেছিলেন, ভুয়ো ভোটার পরিচয় পত্র নিয়ে।’

শ্রীলঙ্কা ও মায়ানমারে সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতনের প্রসঙ্গ তুলে অভিষেক প্রশ্ন করেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রস্তাব থাকলেও শ্রীলঙ্কা ও মায়ানমারের উদ্বাস্তুদের কথা ভাবা হয়নি কেন?
এনআরসি প্রসঙ্গে কেন্দ্রকে খোঁচা দেন অভিষেক। এনআরসি- র সেই ভয়ে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অনেকে আত্মহত্যা করেছেন। এর সঙ্গে নোটবাতিলের পরে বিভিন্ন জায়গায় লাইনে দাঁড়িয়ে মানুষের মৃত্যুর কথা উল্লেখ করেন তিনি।
এই সময় তাঁর বিরুদ্ধে সরব হন বিজেপি সাংসদরা। বারবার চিৎকার করে তাঁর কথা থামিয়ে দেওয়ার চেষ্টা হয়। অভিষেক সরাসরি তাঁদের জানান, লোকসভা বিরোধীদের বক্তব্য পেশের জায়গা। তাদের বলতে দিতেই হবে।
তৃণমূল সাংসদ বলেন, ‘দেশ ধর্মশালা হোক সেটা আমরাও চাই না। কিন্তু দীর্ঘদিন ধরে যাঁরা একসঙ্গে রয়েছেন তাঁদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে কেন?’ এ বিষয়ে মতুয়াদের প্রসঙ্গ তুলে তিনি জানান, মতুয়াদের উন্নতি সব রকম উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
একেবারে শেষে তীব্র কণ্ঠে অভিষেক জানান, এনআরসির বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে তৃণমূল। “বাংলায় এনআরসি হবে না, হবে না, হবে না।” এদিন লোকসভার অধিবেশনে যে দাপট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখান, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সেটাই বিরোধীদের কণ্ঠস্বর হয়ে উঠেছে বলে মত রাজনৈতিক মহলের।

spot_img

Related articles

চা শ্রমিকদের পাশে শ্রেষ্ঠ প্রশাসন বাংলাতেই: খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই রাজ্যের উন্নয়নের মানচিত্রে নতুন জায়গা করে নিয়েছে বাংলার চা বাগান ও চা শ্রমিকরা।...

তিক্ততা ভুলে বিয়ে করছেন স্মৃতি-পলাশ? তারকা ক্রিকেটারের বাড়ি থেকে এল বার্তা

স্মৃতি( Smriti Mandhana)-পলাশের( Palash Mucchal )বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। গত ২৩ নভেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল। সেদিন...

ব্যঙ্গ করে তথ্য ছড়াবেন না: বক্তব্য বিকৃত করে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থার কড়া বার্তা মমতার

‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার, নবান্নে উন্নয়নের খতিয়ান প্রকাশ করে কড়া বার্তা...

‘বাংলাদেশি’ দাগিয়ে বাংলায় ফেরৎ! ওড়িশা পুলিশকে আদালতের দরজা দেখিয়ে হুঁশিয়ার মহুয়ার

আবার বাঙালি হেনস্থা। আবার সেই বিজেপি শাসিত রাজ্য। আবার সেই ওড়িশা। বারবার আদালতে মুখ পোড়ার পরেও শিক্ষা হয়...