Thursday, November 20, 2025

মেয়েদের ‘নেতৃত্বের ক্ষমতা’-র কথা বলে মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার সুন্দরী

Date:

Share post:

মেয়েদের ‘নেতৃত্বের ক্ষমতা’-র কথা বলে মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার সুন্দরী। সৌন্দর্য মানে বুদ্ধিমত্তার পরিচয়। সম্প্রতি সমাপ্তি হয়েছে ২০১৯ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতার। বিশ্বের বহু সুন্দরীকে ছারিয়ে স্রেফ বুদ্ধিমত্তার জোরে দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনাজি জিতে নিয়েছেন সেরার সেরা শিরোপা। চলতি বছরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায়। এই প্রতিযোগীতা ৯ ডিসেম্বর পর্যন্ত চলে। ভারত থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভর্তিকা সিং। কিন্তু তিনি চূড়ান্ত পর্ব পর্যন্ত পৌঁছতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার সুন্দরী জোজিবিনি তুনাজি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়ে বিশ্বসেরার খেতাব জিতেনিলেন। তাঁকে প্রশ্ন করা হয়, এমন কী জিনিস আধুনিক মেয়েদের শেখানো উচিত? এি প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নেতৃত্বের ক্ষমতা।’ এরপর তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে বড় শক্তি নারীশক্তি। তাই প্রতিটি নারীকে সুযোগ দেওয়া উচিত যাতে সে তার বুদ্ধিমত্তার প্রকাশ ঘটাতে পারে। জোজিবিনি তুনাজির এই উত্তরের পর আলোড়ন পড়ে যায় গোটা দর্শকাসনে। করতালিতে ফেটে পড়ে থিয়েটার। তাঁর এমন জবাবে মুগ্ধ বিচারকরাও। এরপর তুনাজি আরও বলেন, নেতৃত্বের ক্ষমতা না থাকার কারণেই পিছিয়ে রয়েছে মহিলারা। তবে এর জন্য কোনওভাবেই মহিলারা দায়ি নয়। দায়ি হল সমাজ। তারাই মহিলাদের জন্য এমন ব্যবস্থা করে রেখেছে। যদি প্রতিটি ক্ষেত্রে মহিলাদের সুযোগ দেওয়া দরকার। কিশোরী বা যুবতিদের তাই শেখানো উচিত কীভাবে নিজের জায়গা তৈরি করে নিতে হবে। গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর এই বক্তৃতার ভিডিও। তাঁর কথা শুনে নেটিজেনরা মুগ্ধ। প্রশংসা করেছেন প্রায় সবাই।

আরও পড়ুন-খেলার দুনিয়ায় কলঙ্কিত পুতিনের দেশ

 

spot_img

Related articles

এবার কোন্নগর! এসআইআর ফর্ম বিলির চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও

এসআইআর ফর্ম বিলি ও সংগ্রহের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কোন্নগরের অঙ্গনওয়াড়ি কর্মী ও বিএলও তপতি...

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের জন্য রাজ্যের সহানুভূতি স্কলারশিপ! জানুন আবেদন পদ্ধতি

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্যের সহানুভূতি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নবম থেকে কলেজ স্তরের পড়ুয়াদের জন্য...

বালিতে যুব তৃণমূলের প্রতিবাদ-মিছিলে জনস্রোত! বিজেপির SIR চক্রান্তের অভিযোগ স্নেহাশিসের

বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে তাড়াহুড়ো করে এই রাজ্যে এসআইআর করছে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধে আমরা...

পুরসভা প্রতিবাদের আঁতুড়ঘর! বাংলার মনীষীদের অপমানের ঘটনায় কড়া সুর মেয়রের

বাংলার কৃষ্টি-সংস্কৃতি ও মনীষীদের ক্রমাগত অপমান-অসম্মানের বিরোধিতায় উত্তাল হল কলকাতা পুরসভা। ডবল ইঞ্জিন বিজেপি সরকারের নেতা-মন্ত্রীরা যেভাবে রামমোহন...