Sunday, January 25, 2026

মেয়েদের ‘নেতৃত্বের ক্ষমতা’-র কথা বলে মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার সুন্দরী

Date:

Share post:

মেয়েদের ‘নেতৃত্বের ক্ষমতা’-র কথা বলে মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার সুন্দরী। সৌন্দর্য মানে বুদ্ধিমত্তার পরিচয়। সম্প্রতি সমাপ্তি হয়েছে ২০১৯ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতার। বিশ্বের বহু সুন্দরীকে ছারিয়ে স্রেফ বুদ্ধিমত্তার জোরে দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনাজি জিতে নিয়েছেন সেরার সেরা শিরোপা। চলতি বছরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায়। এই প্রতিযোগীতা ৯ ডিসেম্বর পর্যন্ত চলে। ভারত থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভর্তিকা সিং। কিন্তু তিনি চূড়ান্ত পর্ব পর্যন্ত পৌঁছতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার সুন্দরী জোজিবিনি তুনাজি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়ে বিশ্বসেরার খেতাব জিতেনিলেন। তাঁকে প্রশ্ন করা হয়, এমন কী জিনিস আধুনিক মেয়েদের শেখানো উচিত? এি প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নেতৃত্বের ক্ষমতা।’ এরপর তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে বড় শক্তি নারীশক্তি। তাই প্রতিটি নারীকে সুযোগ দেওয়া উচিত যাতে সে তার বুদ্ধিমত্তার প্রকাশ ঘটাতে পারে। জোজিবিনি তুনাজির এই উত্তরের পর আলোড়ন পড়ে যায় গোটা দর্শকাসনে। করতালিতে ফেটে পড়ে থিয়েটার। তাঁর এমন জবাবে মুগ্ধ বিচারকরাও। এরপর তুনাজি আরও বলেন, নেতৃত্বের ক্ষমতা না থাকার কারণেই পিছিয়ে রয়েছে মহিলারা। তবে এর জন্য কোনওভাবেই মহিলারা দায়ি নয়। দায়ি হল সমাজ। তারাই মহিলাদের জন্য এমন ব্যবস্থা করে রেখেছে। যদি প্রতিটি ক্ষেত্রে মহিলাদের সুযোগ দেওয়া দরকার। কিশোরী বা যুবতিদের তাই শেখানো উচিত কীভাবে নিজের জায়গা তৈরি করে নিতে হবে। গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর এই বক্তৃতার ভিডিও। তাঁর কথা শুনে নেটিজেনরা মুগ্ধ। প্রশংসা করেছেন প্রায় সবাই।

আরও পড়ুন-খেলার দুনিয়ায় কলঙ্কিত পুতিনের দেশ

 

spot_img

Related articles

জম্মু ও কাশ্মীরে ভয়াবহ তুষারপাতের জের, বরফের তলায় চাপা পড়লেন যুবক!

অল্পের জন্য প্রাণ বাঁচল জম্মু ও কাশ্মীরের এক যুবকের। আচমকা বরফ চাপা পড়ে যুবককে তৎপরতার সঙ্গে উদ্ধার করল...

তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকা: বিদ্যুৎবিহীন বিস্তীর্ণ এলাকা, বাতিল ১০ হাজারের বেশি বিমান

মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দক্ষিণ থেকে উত্তর-পূর্ব পর্যন্ত প্রায় ১,৩০০ মাইল বিস্তৃত এলাকায়...

নন্দীগ্রামে ফের সমবায় জয় তৃণমূলের! সেবাশ্রয়ের সুফল!

বিধানসভা নির্বাচনের আগেই কী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Shuvendu Adhikari) দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে নন্দীগ্রাম(Nandigram)। গত কয়েকটি সমবায়...

সায়নের গোলই স্বস্তির জয়, কোয়ার্টার ফাইনালে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy) রাজস্থানকে ১-০ গোলে হারাল বাংলা (Bengal)। তিন ম্যাচ জিতে শেষ আটে স্থান নিশ্চিত বঙ্গ ব্রিগেডের।...