উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বনধ, মিছিল, প্রতিবাদ সভা

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে থমথমে অসম। উত্তেজনার পারদ ধিকিধিকি করে জ্বলছে গোটা অসম জুড়ে। ১৬টি ছাত্র সংগঠন এদিন পথে নেমেছে। ১১ ঘন্টার অসম বনধ। অসমের মানুষের আশঙ্কা, নয়া আইনে বহিরাগত উদবাস্তুরা ঢুকে পড়তে পারেন। ফলে অসমের মানুষের জীবন-জীবিকায় টান পড়তে পারে।

উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে মণিপুরে আন্দোলনের তীব্রতা সবচেয়ে বেশি। তৈরি হয়েছে । রাজ্য জুড়ে এদিন চলছে প্রতিবাদ, মিছিল ধরণা।

ক্ষোভের আঁচ ত্রিপুরাতেও। গতকাল থেকে শুরু হয়েছে বিক্ষোভ। আজও তার তীব্রতা কম ছিল না। মেঘালয়, মিজোরামেও সেই একই পরিস্থিতি। যে সব দল এবং সংগঠন ক্যাবের বিরোধিতায় রাস্তায় নেমেছে, তা হলো — ক্ষোভের আঁচ ত্রিপুরাতেও। গতকাল থেকে শুরু হয়েছে বিক্ষোভ। আজও তার তীব্রতা কম ছিল না। মেঘালয়, মিজোরামেও সেই একই পরিস্থিতি। যে সমস্ত দল বা সংগঠন পথে নেমেছে তারা হলো — আইইউডিএফ, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, অল অরুণাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন, খাসি স্টুডেন্টস ইউনিয়ন।

Previous articleমানব উন্নয়ন সূচকে ভারত এখন কত নম্বরে জানেন?
Next articleকমল তাপমাত্রা, হালকা শীতের আমেজ এখন চলবে